Madhuri Dixit : পঞ্চাশ বছরের এক ব্যক্তিকে দত্তক নিলেন মাধুরী!

সন্তান দত্তক বলিউডের নতুন কিছু নয়। তবে পঞ্চাশ বছরের একজন ব্যক্তিকে দত্তক নেওয়া সত্যিই বিরল। তাঁকে দত্তক নিতে হবে এমন দাবিতেই মাধুরীর বাড়িতে হাজির এক…

madhuri

সন্তান দত্তক বলিউডের নতুন কিছু নয়। তবে পঞ্চাশ বছরের একজন ব্যক্তিকে দত্তক নেওয়া সত্যিই বিরল। তাঁকে দত্তক নিতে হবে এমন দাবিতেই মাধুরীর বাড়িতে হাজির এক ব্যক্তি। কিন্তু কেন এমন আবদার করছে সে। সেকথা নিজের মুখেই জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘একদিন সকালে বছর পঞ্চাশের এক ব্যক্তি তার ল্যাগেজ নিয়ে আমার বাড়িতে চলে আসেন। সিকিউরিটিকে বলেন আমি তাঁকে আসতে বলেছি। শুধু তাই নয়, তিনি বলেন আমি তাঁকে দত্তকও নেব। না উনি মিথ্যে বলেননি। ওনার সঙ্গে কথা বলে জানা যায়। এক টিভি শো’তে আমার সঙ্গে কথা হয়েছিল তাঁর। সত্যি আমাদের কাছে যা স্ক্রিপ্ট অনেকের কাছে তা সত্যি।’

বলিউডে নিজের অভিনয় গুণ ও নাচের জাদুতে কয়েক দশক ধরে মাত করে রেখেছেন মাধুরী দীক্ষিত। মাঝে কিছুদিনের বিরতির পর ফের ফিরেছেন অভিনয়ে। সম্প্রতি ওয়েব সিরিজেও হচ্ছে অভিষেক। লাল স্লিক ড্রেসে সম্প্রতি নায়িকার ফটোশ্যুট নজর কেড়েছে।

উল্লেখ্য, গতবছর থেকে শোনা যাচ্ছে মধুরী দীক্ষিতকে নিয়ে সিরিজ তৈরি হবে হলিউডে। তাঁর ভূমিকায় অভিনয় করবেন প্রিয়ঙ্কা চোপড়া। আজ থেকে পাঁচ বছর আগে এই ঘোষণা হলেও পরবর্তীতে তা নিয়ে আর কোনও সাড়াশব্দ হয়নি।

Advertisements

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছেন, তাঁকে নিয়ে আপাতত কোনও সিরিজ তৈরি হচ্ছে না। তিনি বললেন, “এই সিরিজটি নিয়ে একটি কথা চলছিল। আমরা চিত্রনাট্য নিয়ে কথা বলতেও শুরু করেছিলাম। কিন্তু কখনও কখনও কিছু জিনিস বাস্তবায়িত করা সম্ভব হয় না।” অর্থাৎ সিরিজটি তৈরির পরিকল্পনা বাতিল হলে মাধুরীর চরিত্রে প্রিয়ঙ্কার অভিনয়েরও কোনও অবকাশ থাকে না।