নাশকতার ছক বানচাল করে পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৩ লস্কর জঙ্গি

indian army

জম্মু কাশ্মীরে বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করল সেনাবাহিনী। জানা গিয়েছে, রবিবার পুলওয়ামায় গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৩ লস্কর জঙ্গি।

সেনার তরফ থেকে জানানো হয়েছে, তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল সহ বেশ কিছু অস্ত্র অবধি উদ্ধার করা হয়েছে। যদিও বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চলছে।

   

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিহত ওই তিন জঙ্গি স্থানীয় বলে জানা গিয়েছে এবং তারা লস্করের সঙ্গে যুক্ত ছিল। কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বিজয় কুমার বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত তিন স্থানীয় জঙ্গি নিকেশ হয়েছে।

জম্মু ও কাশ্মীরের স্পেশাল পুলিশ অফিসার রেয়াজ আহমেদ থোক্করকে হত্যার সঙ্গে জড়িত জুনাইদ শিরগোজরি নামে এক জঙ্গির নাম জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা এনকাউন্টারে নিহত অপর দুই জঙ্গির নাম ফাজিল নাজির ভাট ও পুলওয়ামা জেলার বাসিন্দা ইরফান আহ মালিক। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল এবং একটি পিস্তল, গোলাবারুদ ও অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন