‘১০ই জুন’ চলচ্চিত্রে সৌরভ দাসের বিপরীতে সৌমিতৃষা

sourav and soumitrisha

‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর, দেবের বিপরীতে ‘প্রধান’ চলচ্চিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় সৌমিতৃষা কুন্ডুর। ‘প্রধান’এর পর চলচ্চিত্রের জগতেই নিজেকে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। তার পরেই জানা যায় তার পরবর্তী ছবি ‘১০ই জুন’ এ সৌরভ দাসের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি।

ছবিতে সৌমিতৃষা অভিনীত চরিত্রের নাম মিতালি। একদিন বাড়িতে একলা থাকাকালীন বেজে ওঠে কলিং বেল। দরজা খুলতেই মিতালীর বাড়িতে প্রবেশ করে একজন বন্দুকধারী খুনি। এই খুনির চরিত্রেই রয়েছেন সৌরভ দাস। জানা যায় পুলিশের থেকে পালাতে এবং এক নিরাপদ আশ্রয়ের খোঁজে খুনি ঢুকে পড়েছে মিতালির বাড়িতে। প্রথমে ভয় পেলেও পরে সাহস করে খুনিকে তার অপরাধের কারণ জানতে চেয়ে প্রশ্ন করে মিতালি। অন্যদিকে মিতালির প্রশ্নে চিন্তিত হয় খুনি। সে ভাবতে থাকে তার এবং মিতালির জীবনে ১০ই জুন তারিখটির কোনও প্রাসঙ্গিকতা রয়েছে কি না। এই বিষয়েই অনুসন্ধান করবে চলচ্চিত্রের গল্প।

   

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ‘১০ই জুন’ এর শুটিং। এই চলচ্চিত্রের পরিচালনা করছেন রূপক চক্রবর্তী। সৌমিতৃষা , সৌরভ ছাড়াও এই ছবিতে রয়েছেন কৌশিক সেন এবং ছোট পর্দা ও টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা ঋষভ চক্রবর্তী। ছবির কিছু ঝলক এবং শুটিংয়ের কিছু মুহূর্ত তার সমাজমাধ্যমে প্রকাশ করেছেন সৌমিতৃষা ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন