WBPDCL Recruitment: রাজ্যে বিদ্যুৎ দফতরে প্রচুর চাকরি, আবেদন করুন এক্ষুনি

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) –এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে এখানে অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ করা হবে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস / Technician Apprentice পদে। এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে। সেগুলো কী কী দেখে নিন- Mechanical – ১২ টি, Electrical – ১০ টি, Instrumentation / Electronics – ৫ টি, Mining – ৩ টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে ৩০ টি।
আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে B.Tech পাশ করে থাকতে হবে। এই পদের জন্য সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

   

নিয়োগ করা হবে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস / Diploma Apprentice পদেও। এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে। নিয়োগ করা হবে Mechanical – ১৩ টি, Electrical – ১০ টি, Instrumentation / Electronics – ৬ টি শূন্যপদে। সর্বমোট শূন্যপদ রয়েছে ৩- টি। আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। এই পদের জন্য সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের মাসিক টাকা ৮,০০০ টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।

আবেদন করতে হবে অনলাইনে www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে। আবেদন করা যাবে ১লা আগস্ট থেকে এবং আবেদনের শেষ দিন ২১ অগাস্ট ২০২৩।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন