আপনার মেয়ে কি হতে চায় লেডি কনস্টেবল? জেনে নিন নিয়োগ পদ্ধতি

 দেশজুড়ে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। বছরের পর বছর উচ্চশিক্ষার শংসাপত্র নিয়ে হাহাকার করছে একটা চাকরির আশায়। তবে এবার যে সকল চাকরির প্রার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা…

lady cons

 দেশজুড়ে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। বছরের পর বছর উচ্চশিক্ষার শংসাপত্র নিয়ে হাহাকার করছে একটা চাকরির আশায়। তবে এবার যে সকল চাকরির প্রার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন চাকরির জন্য তাদের মুখে হাসি ফোটাতে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। থাকতে হয় সঠিক যোগ্যতা। সেই সকল বিষয় তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম:-
ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল।

   

যোগ্যতা:-
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মহিলা প্রার্থীরা বাংলা ভাষায় লিখতে ও পড়তে সাবলীল হলেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল পদে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য বয়সের পরিকাঠামো:-
ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স থাকতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

লেডি কনস্টেবল পরীক্ষার তালিকাঃ-

১)প্রিলিমিনারি পরীক্ষা:-
প্রিলিমিনারি পরীক্ষায় ক্ষেত্রে প্রার্থীদের যে বিষয়গুলির ওপর প্রশ্ন থাকবে সেগুলি হল জেনারেল আওয়ারনেস এবং জেনারেল নলেজে থাকবে ২৫ নম্বর, ইংরেজিতে জন্য থাকবে ১০ নম্বর এবং ম্যাথমেটিক্সের উপর থাকবে ২৫ নম্বর, রিজনিং এবং লজিক্যাল এনালাইসিস বিষয়ের উপর থাকবে ২৫ নম্বর।

২)শারীরিক পরীক্ষা:-
শারীরিক পরীক্ষার জন্য প্রার্থীদের উচ্চতা, ওজন এবং কর্মক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। সাধারণ ক্যাটাগরির মহিলাদের শারীরিক উচ্চতা ১৬০ সেন্টিমিটার এবং ওজন ৪৯ কেজি থাকা জরুরী ।

৩)মাঠ পরীক্ষা:-
লেডি কনস্টেবল পদে প্রার্থীদের মাঠ পরীক্ষার জন্য প্রার্থীদের ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে তবেই সফলতা পাবে।

৪)মেডিকেল টেস্ট:-
মেডিকেল টেস্টের জন্য প্রার্থীদের রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, কানের পরীক্ষা, হোল অ্যাপডোমেন ইউএসজি, চেস্ট এক্সরে করানো হবে। এ ক্ষেত্রে প্রার্থীর সমস্ত রিপোর্ট পজেটিভ থাকতে হবে।

৫)পার্সোনালি টেস্ট:-
সমস্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। এরপর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল হতে গেলে প্রার্থীদের এই সমস্ত বিষয় মাথায় রাখতে হবে তবেই তারা এই পরীক্ষায় সফলতা পাবে।