দীর্ঘ সময় ধরে একই সিলেবাসে (Syllabus) চলছে স্কুলের পাঠক্রম। এরই মধ্যে করোনার কারোনে বন্ধ ছিল পঠনপাঠন। নতুন সিলেবাসে কতটা পড়তে পারল পড়ুয়ারা? তা জানতে ১৩০০ বিদ্যালয়কে সমীক্ষা শুরু করল রাজ্য সরকার। এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের নতুন সিলেবাস কমিটির তরফে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই স্কুল সিলেবাসে বদল আনা হতে পারে।
প্রাক প্রাথমিক থেকে একেবারে দ্বাদশ শ্রেণী অবধি বদলাতে চলেছে সিলেবাস। কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, নতুন সিলেবাসে ২০১৫ সাল থেকে উচ্চমাধ্যমিক এবং ২০১৭ সাল থেকে মাধ্যমিক হচ্ছে।
সিলেবাস বদলির নিয়ম মেনেই আলোচনা শুরু হয়েছে। আগামী ২ জুন বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
সম্প্রতি স্কুল শিক্ষার জন্য সিলেবাস কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সেই কমিটিকে নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকে উপস্থিত ছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঠনপাঠনকে আরও কীভাবে জীবনমুখী করে তোলা যায়। অর্থাৎ পাঠ্যপুস্তকের বাইরে ক্লাসরুম থেকে জীবনের বাকি পথে চলার ধারণা দিতে চলেছে সরকার।
সিলেবাস কমিটিকে একই জায়গার মধ্যে আবদ্ধ না রেখে জেলায় জেলায় ছড়িয়ে দিতে চাইছে নবনির্মিত কমিটি। জেলায় জেলায় শিক্ষকদের সঙ্গে কথা বলবেন কমিটির সদস্যরা। সিলেবাসে কোনও পরিবর্তন করার প্রয়োজন রয়েছে কিনা, এমনকি সমস্যা কোথায় রয়েছে তা জানার চেষ্টা করা হবে।