প্রধান শিক্ষক নিয়োগে মমতা সরকারের গড়িমসি, চাঞ্চল্যকর রিপোর্ট

দীর্ঘদিন ধরে হয়নি প্রধান শিক্ষক পদে (head master) নিয়োগ। এর ফলে বিপুল সংখ্যক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। খালি রয়েছে পদ। এমন রিপোর্ট দিল বিদ্যালয় শিক্ষা…

west bengal school

দীর্ঘদিন ধরে হয়নি প্রধান শিক্ষক পদে (head master) নিয়োগ। এর ফলে বিপুল সংখ্যক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। খালি রয়েছে পদ। এমন রিপোর্ট দিল বিদ্যালয় শিক্ষা দফতর। রিপোর্টের পরিসংখ্যান দেখে তাজ্জব শিক্ষা দফতরের আধিকারিকরা।

সম্প্রতি প্রধান শিক্ষক পদে কতগুলি বিদ্যালয়ে কটি পদ খালি রয়েছে তা জানতে চায় শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, রাজ্যে ৯৯৯০ এর বেশি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২১৩০ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ খালি।দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার কারণেই খালি রয়েছে এই পদ। রাজ্যে তিনজন কংগ্রেস সরকার ক্ষমতায় আছে এক দশক। তারা তৃতীয়বারের জন্য সরকার গড়েছে।

   

অভিযোগ, গত বামফ্রন্ট আমলে বিদ্যালয়ের চাকরিতে সুষ্ঠু নিয়োগ হতো। ২০১১ সাল পরবর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিদ্যাসয়ের নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ।

সূত্রের খবর, এবার রোস্টার মেনে হবে নিয়োগ। অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগ আর আগের মতো হবে না। বেশ কিছু বদল আসতে পারে। ক্যাটেগরি ভিত্তিক প্রধান শিক্ষকদের নিয়োগ হবে বলেই বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে খবর। আইন সংশোধনের জন্য স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দফতরে প্রস্তাব পাঠানো হচ্ছে। প্রস্তাবে সম্মতি পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কমিশন।

এদিকে এসএসসি নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। এর পর বিপুলা পরিমান প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে আরও দুর্নীতির আশঙ্কা করা হচ্ছে।

প্রধান শিক্ষক নিয়োগ বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সবকিছু ঠিকঠাক থাকলেই আগামী মাস থেকেই শুরু হতে পারে নতুন নিয়োগ।