
পশ্চিমবঙ্গের মধ্যে যারা চাকরির জন্য মরিয়া হয়ে উঠেছেন তাঁদের জন্য সুখবর। এ রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে কর্মী নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
নয়া বিজ্ঞপ্তির নম্বর ০৫/২০২১। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ইচ্ছুকরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের হতে হবে ভারতীয়।
লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্টের জন্য শূন্যপদ রয়েছে ১১ টি। কলকাতা পুলিশ কোপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে এই পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের ৫০ শতাংশ নম্বর নিয়ে বি.কম পাশ বাধ্যতামূলক। কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ২৬,৬০৫ টাকা।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










