মোটা অঙ্কের বেতনের চাকরির সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক

job

সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। এছাড়াও, এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে দেখার জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইট www.centralbankofindia.co.in-এ ভিজিট করতে হবে প্রার্থীদের। আগামী ২ মার্চ ২০২২ পর্যন্ত নিজেদের আবেদন জমা করতে পারবেন পরীক্ষার্থীরা। ২৭ মার্চ ২০২২ তারিখে অনলাইন পরীক্ষা পরিচালনা হবে। যার জন্য ১৭ মার্চে তারিখে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।

শূন্যপদ : ইনফরমেশন টেকনোলোজি সিনিয়র ম্যানেজার- মোট ১৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। ১০টি পদ সাধারণ বিভাগের জন্য ৫টি OBC, ১টি ST, ২টি SC এবং ৫টি EWS-এর জন্য সংরক্ষিত।

   

যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/আইটিতে ইঞ্জিনিয়ারিং স্নাতকরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। এ ছাড়া পদের যোগ্যতার ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের ঊর্ধ্বসীমা : আবেদনকারী প্রার্থীদের বয়স ৩৫ বছরের কম হওয়া আবশ্যক।

বেতনের গ্রেড এবং স্কেল : MMG SCALE III, Rs ৬৩,৮৪০-১,৯৯০(৫)- ৭৩,৭৯০-২,২২০(২)-৭৮,২৩০।

পরীক্ষা পদ্ধতি : অনলাইন পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন