স্কুল মারফত পরীক্ষার্থীদের টেস্ট পেপার দেবে মধ্যশিক্ষা পর্ষদ

নিজস্ব সংবাদদাতা: করোনা আবহে দীর্ঘ ২০ মাস পর স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের স্কুলগুলিতে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা নেওয়ার…

student

নিজস্ব সংবাদদাতা: করোনা আবহে দীর্ঘ ২০ মাস পর স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের স্কুলগুলিতে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এরই মাঝে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। চলতি বছরেই পরীক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে টেস্ট পেপার দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রস্তুত হয়ে যাবে। পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নতুন বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিনামূল্যেই স্কুল মারফত টেস্ট পেপার পেয়ে যাবে। চলতি বছর শেষ হতে মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আগামী ৭ মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, ২০২২। প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

আসন্ন মাধ্যমিক পরীক্ষায় পর্ষদের ধার্য সিলাবাস এবং নম্বর বিভাজন অনুযায়ী টেস্ট পরীক্ষা নিয়েছে রাজ্যের স্কুলগুলি। এই পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে পর্ষদে। রাজ্যে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র গুলো একত্রিত করেই পর্ষদ টেস্ট পেপার প্রস্তুত করতে চলেছে। এই টেস্ট পেপার স্কুল মারফত পৌঁছে যাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে।

এই সিদ্ধান্তের ফলে ছাত্রছাত্রীদের কোভিড পরিস্থিতিতে পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে আশাবাদী পর্ষদের আধিকারিকরা। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা,২০২২। প্রায় ছয় হাজারের বেশি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কোভিড পরিস্থিতিতে জারি হওয়া একাধিক কোভিড গাইডলাইন বজায় রাখতে একাধিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে মধ্যশিক্ষা পর্ষদ।