TCIL-এ চাকরির সুযোগ, আবেদন করুন আজই

বিগত কয়েক বছরে আমাদের দেশে অনলাইন প্রযুক্তি আগে থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে পড়াশোনা থেকে শুরু করে লেনদেন সবই সম্ভব অনলাইন মাধ্যমে। ঠিক সেই কারণেই যেমন বেড়েছে প্রযুক্তির ব্যবহার একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার জালিয়াতির মতো ঘটনা।

প্রায় প্রতিদিন আমাদের দেশে কয়েক হাজার মানুষ এই সাইবার জালিয়াতির মাধ্যমে আক্রান্ত হন। তাই অনলাইন ব্যবহার এবং সাইবার জালিয়াতির দিকে লক্ষ্য রেখে একাধিক শূন্য পদে নিয়ে এলো টেলিকমিউনিকেশন কনসালটেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড (Tele-communication Consultant of India Limited)। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে প্রকল্পের অধীনে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন করার জন্য প্রার্থীরা অনলাইন মাধ্যমিক সংস্থার ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদ রয়েছে ২৩টি।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক একই সাথে আরো বলা হয়েছে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের বেতন দেয়া হবে প্রায় ৬৫ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার কাছাকাছি। তবে প্রাকৃতিক যোগ্যতা এবং দক্ষতা দেখে চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে। অন্যদিকে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স কত হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন