ভারতীয় সাউথ-সেন্ট্রাল (South-Central) বা দক্ষিণ-মধ্য রেলওয়েতে বহু পোস্টের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
৩ টি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। পদের নামগুলি হল জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট / Junior Technical Associate, জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট / Junior Technical Associate (ড্রয়িং) এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট / Junior Technical Associate (ড্রয়িং)।
১৯ টি শূন্যপদ রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে। প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকতে হবে। বয়সসীমা ৩৩ বছরের মধ্যে হতে হবে। মাসিক ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ১০ টি শূন্যপদ রয়েছে। আবেদনকারী প্রার্থীদের মেকানিক্যাল /ইলেকট্রনিকস / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তিন বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। বয়সসীমা ৩৩ বছরের মধ্যে হতে হবে। মাসিক ২৭,০০০ টাকা বেতন দেওয়া হবে।
জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েটের জন্য ৬ টি শূন্যপদ রয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের ইনফরমেশন টেকনোলজি /ইলেকট্রনিকস / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তিন বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। বয়সসীমা ৩৩ বছরের মধ্যে হতে হবে। মাসিক ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। অফলাইনে আবেদন পাঠানোর ঠিকানাঃ
Secretary to Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), Office Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin – 500025.
আবেদন করার শেষ দিন ৩০ জুন ২০২৩।