Indian Army Job: ইন্ডিয়ান আর্মিতে একাধিক পদে নিয়োগ চলছে

indian army

(Indian Army) ইন্ডিয়ান আর্মির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদনপত্র চাওয়া হয়েছে শর্ট সার্ভিস কমিশন (এনটি) কোর্সে ল গ্র্যাজুয়েট পদের জন্য। ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন আবেদনকারী প্রার্থীরা।

Advertisements

এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুলাই ২০২৩। প্রার্থীরা আবেদনপত্র পাবেন আর্মির অফিসিয়ার ওয়েবসাইটে। পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে মোট ৭টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ৫ টি পদ রিয়েছে অবিবাহিত পুরুষের (unmarried male) জন্য এবং ২টি পদ রয়েছে অবিবাহিত মহিলার (unmarried female) জন্য।

বেতনের ক্ষেত্রে প্রার্থীদের লেভেল ১০ থেকে লেভেল ১৪ পর্যন্ত মাসিক বেতন প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

Advertisements

আবেদনকারী প্রার্থীদের এলএলবি ডিগ্রি (স্নাতকের পরে ৩ বছরের প্রফেশনাল ডিগ্রি) থাকতে হবে। তবে সিএলএটি পিজি ২০২৩ স্কোর থাকা সকল প্রার্থীদের জন্য বাধ্যতামূলক।প্রার্থীদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া/স্টেটের সঙ্গে অ্যাডভোকেট হিসাবে রেজিস্ট্রেশনের জন্য যোগ্য হতে হবে। প্রার্থীদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে।

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ৪৯ সপ্তাহের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে প্রর্থীদের (Training Period)। ৬ মাসের প্রবেশনারি পিরিয়ডের জন্য রাখা হবে প্রার্থীদের।