IT Recruitment: আয়কর অফিসার হয়ে নেতার বাড়িতে হানা দিন, আবেদন করুন জলদি

Income Tax

যারা সরকারি চাকরি খুজঁছেন তাদের জন্য সুখবর! কর্মী নিয়োগ চলছে আয়কর বিভাগে (Income Tax Department)। আয়কর বিভাগ থেকে জানা যাচ্ছে মোট ৫৫ টি শূন্যপদ রয়েছেন। কীভাবে আবেদন করবেন? কবে আবেদনের শেষ তারিখ? আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে? প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।

Income Tax Recruitment 2023

   

কোন কোন পদে কর্মী নিয়োগ হবে? আয়কর বিভাগের (Income Tax) তরফে জানানো হয়েছে নিয়োগ করে হবে – আয়কর ইন্সপেক্টর, ট্য়াক্স অ্যাসিস্টেন্ট, স্টেনোগ্রাফার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে।

আবেদন প্রক্রিয়া: ৫৫ টি শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১২ ডিসেম্বর ২০২৩ থেকে। শূন্যপদে আবেদন করার শেষ তারিখ ১৬ জানুয়ারি, ২০২৪।

আয়কর বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজস্থান (Rajasthan) অফিসে স্পোর্টস কোটার অধীনে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ব্যক্তিরা সরাসরি রাজস্থানের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট incometaxrajasthan.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

শূন্যপদ-

আয়কর অফিসার- ২
ট্যাক্স অ্যাসিস্টেন্ট- ২৫
স্টেনোগ্রাফার- ২
মাল্টি টাস্কিং স্টাফ- ২৬

শিক্ষাগত যোগ্যতা-

আয়কর অফিসার পদে কর্মী নিয়োগের জন্য আবেদনকারীদের ন্য়ূনতম স্নাতক হতে হবে। ট্যাক্স অ্যাসিস্টেন্ট পদের ক্ষেত্রে আবেদনকারীদের স্নাতক হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। স্টেনোগ্রাফার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের ন্য়ূনতম দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনকারীদের ন্যূনতম দশম শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা-

আয়কর বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বাধিক বয়স ৩০ বছর ধার্য করা হয়েছে।

বেতন-

আয়কর অফিসার – ৪৪ হাজার ৯০০ টাকা থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা
ট্যাক্স অ্যাসিস্টেন্ট – ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা
স্টেনোগ্রাফার – ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা
মাল্টি টাস্কিং স্টাফ – ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন