কর্মী নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় নির্মাণ কারখানায়, রইল আবেদন পদ্ধতি

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় নির্মাণ কারখানায়। এখানে নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে BEML সংস্থা। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন…

BEML

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ কর্মী নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় নির্মাণ কারখানায়। এখানে নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে BEML সংস্থা। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী। পুরুষ কিংবা মহিলা উপায় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। আবেদনের শেষ তারিখ ০৫ জুন ২০২৪ তারিখ।

পদের নামঃ-
এখানে প্রার্থীদের স্টাফ ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে।

   

আবেদন পদ্ধতিঃ-
এখানে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস সেই সব তথ্য দিয়ে আবেদন করতে হবে। অপর পক্ষে অফলাইনের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। তারপর সেই আবেদন পত্রটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থী সমস্ত যোগ্যতার ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভর্তি করতে হবে। তারপর সেই পত্রটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

বেতনঃ-
প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

কাজের স্থান:
ভারতের যেকোনো জায়গায় নিয়োগ করা হবে।

শূন্যপদঃ-
এক্ষেত্রে মোট শূন্য পদ চারটি।

শিক্ষাগত যোগ্যতাঃ-
আবেদনকারীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ-
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদন মূল্যঃ-
এক্ষেত্রে আবেদন মূল্য ২০০ টাকা ধার্য করা হয়েছে।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ-
প্রার্থীদের ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অভিজ্ঞতার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ-
BEML Soudha, No.23/1, 4th Main Road, S.R Nagar, Bangalore -560027