Job: মাধ্যমিক পাশেই এবার মিলবে চাকরি! ভারতীয় নৌবাহিনীর কর্মী নিয়োগ শুরু

ভারতীয় নৌবাহিনীতে গ্রুপ সি পোস্টে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে কর্মী। জেনে নিন আবেদন প্রক্রিয়া:-     পোস্টের নাম যে যে ট্রেডে ডেজিগনেটেড স্কিলড ট্রেডসম্যান নিয়োগ…

recruitment-of-indian-navy

ভারতীয় নৌবাহিনীতে গ্রুপ সি পোস্টে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে কর্মী।

জেনে নিন আবেদন প্রক্রিয়া:-

   

পোস্টের নাম

যে যে ট্রেডে ডেজিগনেটেড স্কিলড ট্রেডসম্যান নিয়োগ করা হবে সেগুলি হল – 
১) ইলেকট্রিক্যাল ফিটার (শূন্যপদ – ১৬৪টি)
২) ইলেক্ট্রো প্লেটার (শূন্যপদ – ১০টি)
৩) ইঞ্জিন ফিটার (শূন্যপদ – ১৬৩টি)
৪) ফাউন্ড্রি (শূন্যপদ – ৬টি)
৫) প্যাটার্ন মেকার (শূন্যপদ – ৬টি)
৬) ICE ফিটার (শূন্যপদ – ১১০টি)
৭) ইনস্ট্রুমেন্ট ফিটার (শূন্যপদ – ৩১টি)
৮) মেশিনিস্ট (শূন্যপদ – ৭০টি)
৯) মিলরাইট ফিটার (শূন্যপদ – ৫১টি)
১০) পেইন্টার (শূন্যপদ – ৫৩টি)
১১) প্লেটার (শূন্যপদ – ৬০টি)
১২) শিট মেটাল ওয়ার্কার (শূন্যপদ – ১০টি)
১৩) পাইপ ফিটার (শূন্যপদ – ৭৭টি)
১৪) এসি & রেফ ফিটার (শূন্যপদ – ৪৬টি)
১৫) টেলর (শূন্যপদ – ১৭টি)
১৬) ওয়েলডার (শূন্যপদ – ৮৯টি)
১৭) রাডার ফিটার (শূন্যপদ – ৩৭টি)
১৮) রেডিও ফিটার (শূন্যপদ – ২১টি)
১৯) রিগার (শূন্যপদ – ৫৫টি)
২০) শিপরাইট (শূন্যপদ – ১০২টি)

যে যে ট্রেডে নন ডেজিগনেটেড স্কিলড ট্রেডসম্যান নিয়োগ করা হবে সেগুলি হল – *
১) ব্ল্যাকস্মিথ (শূন্যপদ – ৭টি)
২) বলার মেকার (শূন্যপদ – ২১টি)
৩) সিভিল ওয়ার্কার (শূন্যপদ – ৩৮টি)
৪) কম্পিউটার ফিটার  (শূন্যপদ – ১২টি)
৫) ইলেকট্রনিক ফিটার (শূন্যপদ – ৪৭টি)
৬) জিরো ফিটার (শূন্যপদ – ৭টি)
৭) মেশিনারি কন্ট্রোল ফিটার (শূন্যপদ – ৮টি)
৮) সোনার ফিটার (শূন্যপদ – ১৯টি)
৯) ওয়েপন ফিটার (শূন্যপদ – ৪৭টি)
১০) হট ইনসুলেটর (শূন্যপদ – ৩টি)
১১) শিপ ফিটার (শূন্যপদ – ১৭টি)
১২) জি টি ফিটার (শূন্যপদ – ৩৬টি)
১৩) ICE ফিটার ক্রেন (শূন্যপদ – ৮৯টি)

বয়স সীমা – 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাস এবং ইংরেজিতে যথার্থ জ্ঞান হওয়া চাই। আর্মি নেভি এয়ারফোর্সে মেকানিক শাখাতে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদ – ১৫৩১ টি।
মাসিক বেতন – ১৯,৯০০ -৬৩,২০০ টাকা।
আবেদন পদ্ধতি – ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট https://www.indiannavy.nic.in/ এ আবেদন করতে হবে। আবেদন করার আগে অবশ্যই ইমেইল আইডি, নম্বর এবং প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনের শেষ তারিখ – ১৮ মার্চ ,২০২২ এর মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া – লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে তবে আবেদনকারীর সংখ্যার ওপর ভিত্তি করে আবেদনপত্র স্ক্রীনিং করার পরে শট সিলেক্টেড প্রার্থীদের ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হতে পারে।
পরীক্ষা সংক্রান্ত দিন, পরীক্ষার সিলেবাস, এডমিট কার্ড এবং আরও বিস্তারিত তথ্য জানুন ভারতীয় নৌবাহিনী অফিশিয়াল ওয়েবসাইট https://www.indiannavy.nic.in/ এ।

প্রসঙ্গত উল্লেখ্য একজন প্রার্থী কেবলমাত্র একটি পোষ্টের জন্যই আবেদন করতে পারবেন।