স্পোর্টস কোটার অধীনে হেড কনস্টেবল পদে CISF-এর কর্মী নিয়োগ

সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (Central Industrial Security Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য (Job Vacancy) আবেদনপত্র গ্রহণের কাজ শুরু…

Recruitment of CISF personnel to the post of Head Constable under Sports Quota

সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (Central Industrial Security Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য (Job Vacancy) আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে আগামী ৩১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই ।

Advertisements

এক নজরে দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)
পদের নাম: স্পোর্টস কোটার অধীনে হেড কনস্টেবল পদ
শূন্যপদের সংখ্যা : ২৪৯

Advertisements

আবেদনের যোগ্যতা : প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে স্বীকৃত বোর্ড থেকে। এছাড়াও থাকতে হবে রাজ্য/দেশীয় ও আন্তর্জাতিক স্তরে প্রার্থীদের খেলাধুলোয় সার্টিফিকেট । বিশদে যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে প্রার্থীরা এই লিঙ্কটি দেখতে পারেন- http://davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_5_2122b.pdf

আবেদন ফি : প্রার্থীদের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে আবেদন ফি বাবদ। আবেদন ফি জমা দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডারের মাধ্যমে । আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না তফসিলি জাতি ও উপজাতি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে।