Cooch Behar: রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে প্রচুর পদে কর্মী নিয়োগ

job

কোচ বিহারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে কোচবিহার জেলার বিভিন্ন মেডিকেল ইউনিটে বলেই বিজ্ঞাপন থেকে জানা গিয়েছে।

৬ রকম পদে নিয়োগ করা হবে-

   

১। ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার – ৫ টি শূন্যপদ রয়েছে। লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েট এবং ম্যানেজমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও প্রয়োজন। পাব্লিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের। ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন ৩৫,০০০ টাকা।

২। ব্লক এপিডেমিওলজিস্ট – ৩ টি শূন্যপদ রয়েছে। লাইফ সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট অথবা BAMS/ BHMS/BUMS ডিগ্রির সাথে MPH ডিগ্রি করে থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও প্রয়োজন। ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন ৩৫,০০০ টাকা।

৩। ব্লক ডাটা ম্যানেজার – ৩ টি শূন্যপদ রয়েছে। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। সাথে, ৩ বছরের ডাটা রেকর্ডিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন ২২,০০০ টাকা।

৪। ল্যাবরেটরি টেকনিশিয়ান – ৬ টি শূন্যপদ রয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের সাথে DMLT কোর্স করে থাকতে হবে। সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও চাওয়া হয়েছে এখানে। ৪০ বছর বয়সের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন ২২,০০০ টাকা।

৫। কাউন্সেলর – ১ টি শূন্যপদ রয়েছে। সোশ্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতার পাশাপাশি আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে। ২১ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন ২০,০০০ টাকা।

৬। স্টাফ নার্স – ১ টি শূন্যপদ রয়েছে। GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ২৫,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেখে, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে বিজ্ঞপ্তি থেকে। আবেদন করা যাবে অনলাইন ওয়েবসাইটে। সেটি হল – https://wbhealth.gov.in। এখানে ফর্ম ফিলাপ করে, আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করতে হবে। তারপর ফর্মটি প্রিন্ট করিয়ে নিয়ে পাঠাতে হবে এই ঠিকানায় –

CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cuoch Betur. Lalbag. Debihari Road, Cooch Behar।

অনলাইন আবেদন করার শেষ তারিখ ৩ অগাস্ট ২০২৩। প্রিন্টেড ফর্মটি জমা দেওয়ার শেষ দিন ৪ অগাস্ট, ২০২৩।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন