Purba Medinipur: চাকরির আশা! নিয়োগ হবে আশাকর্মীরা

Purba Medinipur: Job hope! Ashakarmi will be recruited
Purba Medinipur: Job hope! Ashakarmi will be recruited

News Desk: রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি ব্লকে অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হবে একাধিক আশাকর্মী। যাবতীয় তথ্য সহ জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকে মোট ৭৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নির্দিষ্ট ব্লকের বিবাহিত, বিধবা অথবা ডিভোর্সি মহিলারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। আবেদনকারীদের বয়স হত হবে ৩০-৪০ বছরের মধ্যে। তবে এসসি ও এসটিদের ক্ষেত্রে বয়সসীমা ২২ থেকে ৪০ বছর।

   

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফলাইনে চাকরির আবেদন করা যাবে। আবেদনকারীদের একটি ফর্ম ফিলাপ করতে হবে। এরপর জরুরি নথিসহ (মাধ্যমিকের রেজাল্ট, আধার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্বামী থাকলে তার প্রমাণপত্র, দু কপি পাসপোর্ট সাইজের ফটো) একটি খামে ভরে স্থানীয় বিডিও অফিসে জমা দিতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন