স্পেশালিস্ট পদে নিয়োগ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আবেদন করুন আজই

check my bank statement

আপনি কি চাকরির সন্ধানে আছেন! তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনার জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ। প্রায় ২৫০ কাছাকাছি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো দেশের এই আর্থিক প্রতিষ্ঠান। উল্লেখ্য,বর্তমানে দেশে যে সমস্ত সরকারি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবার সেই ব্যাংকের পক্ষ থেকেই নিয়ে আসা হলো নিয়োগের বিজ্ঞপ্তি।

বর্তমানে দেশের চাকরির পরিস্থিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাই এই পরিস্থিতিতে পিএনবির মতো আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ সকলের মুখেই হাসি ফুটিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ১১ই জুন পর্যন্ত করা যাবে আবেদন। স্পেশালিস্ট পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

   

আবেদন করার জন্য অসংরক্ষিতদের ক্ষেত্রে দিতে হবে ১১৮০ টাকা। যদিও জাতি ভিত্তিক শংসাপত্র থাকলে আবেদন পত্রে মিলবে ছাড়। আবেদন গ্রহণ করা হবে অনলাইন মাধ্যমে। অন্যদিকে শুধু মাত্র লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাঁচায় করবে সংস্থা। যদিও কবে পরীক্ষা নেওয়া হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি ব্যাংকের পক্ষ থেকে। বিস্তারিত জানতে ক্লিক করুন www.pnbindia.in এ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন