কর্মসংস্থানের ক্ষেত্র (Job Vacancy) আরও প্রসারিত করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ONGC)। সংস্থাটি এবার মোট ২৭৪৩টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজই আবেদন জানানোর শেষ দিন। ফলে যারা এখনও আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এই জন্য নির্দিষ্ট ওয়েবসাইট
ongcapprentices.ongc.co.in–এ গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন জমা দিতে হবে। সার্ভার লোড বা শেষ মুহূর্তের সমস্যার কথা মাথায় রেখে অনেকেই আগেই আবেদন করে ফেলেছেন, তবে এখনও বহু প্রার্থী অপেক্ষায় রয়েছেন—কখন আবেদন করবেন। আজই সময়সীমা শেষ হওয়ায় শেষ মুহূর্তে সার্ভার ব্যস্ততার সম্ভাবনাও আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত ONGC-র বিভিন্ন প্রকল্প ও ইউনিটে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য। বিভিন্ন ট্রেড ও ডিসিপ্লিনে — টেকনিক্যাল, নন-টেকনিক্যাল, অপারেশনাল— একাধিক অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। ফলে বিভিন্ন যোগ্যতা ও দক্ষতা থাকা প্রার্থীরাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে সব বিভাগেই বয়সসীমা অবশ্যই মানতে হবে।
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
অর্থাৎ কারও জন্মতারিখ ৬ নভেম্বর ২০০১-এর পরে এবং ৬ নভেম্বর ২০০৭-এর আগে হতে হবে।


