বিনামূল্যে প্রশিক্ষণ দিতে চলেছে স্কিল ইন্ডিয়া, রইল আবেদন পদ্ধতি

ভারত সরকারের স্কিল ইন্ডিয়া (Skill India) স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে…

Indian Railways

ভারত সরকারের স্কিল ইন্ডিয়া (Skill India) স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । এই ধরনের প্রশিক্ষণ সম্পূর্ণ সম্পূর্ন করলে ভারতীয় রেলে চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

প্রশিক্ষণের নাম
অপারেন্টিকেশিপ

মোট শূন্যপদ
৮৬১ টি। (UR- ৩৪৫ টি, SC- ১৩১ টি, ST- ৬৭ টি, OBC- ২৩৩ টি, EWS- ৮৫ টি।)

ট্রেডের নাম
ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টের, পেইন্টার, টার্নার, ইলেকট্রিসিয়ান ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা
এই ক্ষেত্রে আবেদন করতে গেলে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে NCVT/ SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে।

মাসিক স্টাইপেন্ড
প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।

Advertisements

বয়সসীমা
এই প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তপশীলি জাতি, উপজাতি সহ অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি
প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য www.apprenticeshipindia.org ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে আবেদনকারীদের। এখানে নিজেদের রেজিস্ট্রেশান সম্পূর্ণ করার পর অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

দেরি না করে যোগ্য প্রার্থীদের এই পদে আবেদনের জন্য শীঘ্রহি অনুরোধ করা হচ্ছে।