হস্টেল পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার জগতে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষ জায়গা দখল করে আছে আজও। তবে এই শিক্ষার বাইরে গতবছর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নাড়া দিয়েছিল রাজ্য…

Jadavpur University Incident: Court Intervention, FIR Filed Based on Indranuj's Complaint

short-samachar

শিক্ষার জগতে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষ জায়গা দখল করে আছে আজও। তবে এই শিক্ষার বাইরে গতবছর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নাড়া দিয়েছিল রাজ্য সহ সমগ্র দেশকে। তবে সেই ছাত্র মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে উঠে এসেছিল র‌্যাগিং নামক নোংরা বিষয়। যা মেনে নিতে পারেনি গোটা সমাজ। সেই ঘটনার পরে বারংবার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে সঠিক কাজ না হওয়ায় এবার আবারও কড়া পদক্ষেপ গ্রহন করল বিশ্ববিদ্যালয়।

   

তাই এবার বিশ্ববিদ্যালয়ের পক্ষথেকে জানানো হয়েছে পড়াশোনা শেষ হলে আর কোনোভাবেই হস্টেল দখল করে বসে থাকতে পারবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই সকল ছাত্ররা। পড়াশোনা শেষ হলেই সাত দিনের মধ্য়েই ফিরে যেতে হবে নিজেদের আশ্রয়ে। এই বার্তা দিতেই বিশেষ নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে বারবার অভিযোগ উঠেছিল ‘সিনিয়রদের’ বিরুদ্ধে। সেই ঘটনার পর একাধিকবার সিনিয়রদের পড়াশোনা শেষ হয়ে গেলে বেড়িয়ে যেতে বলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তা মানেনি সিনিয়ররা।

কিন্তু এবার নতুন বর্ষ যখন শুরু হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল গবেষণার কাজ শেষ হলে একমাস অথবা খুব বেশি হলে সাতদিন। এর বেশি আর কেউ হস্টেল দখল করে থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে ভাস্কর গুপ্ত পদে আসার পরই এই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত পাশ করা হয়। তবে ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি। তবে এই সিদ্ধান্ত এবার মানতে বাধ্য বিশ্ববিদ্যালয়ের সিনিয়ররা।