নেট-সহ স্থগিত পরীক্ষাগুলির নতুন দিনক্ষণ ঘোষণা UGC-র, পরীক্ষার নিয়মেও বড় বদল

ইউজিসি-নেট সহ জাতীয়স্তরের একাধিক পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ইউজিসি-নেট পরীক্ষা হবে আগামী ২১ জুলাই থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। সিএসআইআর-নেট পরীক্ষা হবে আগামী ২৫-২৭…

New Date Announced For UGC-NET Exam 2024, নেট-সহ স্থগিত পরীক্ষাগুলির নতুন দিনক্ষণ ঘোষণা UGC-র, পরীক্ষার নিয়মেও বড় বদল

ইউজিসি-নেট সহ জাতীয়স্তরের একাধিক পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ইউজিসি-নেট পরীক্ষা হবে আগামী ২১ জুলাই থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। সিএসআইআর-নেট পরীক্ষা হবে আগামী ২৫-২৭ জুলাইয়ের মধ্যে। ১০ জুলাই অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের স্পেশাল কোর্স করার প্রবেশিকা (ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটিইপি) ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট (এনসিইটি)। স্নাতকোত্তর আয়ুষ প্রবেশিকা (এআইএপিজিইটি) পরীক্ষার সূচিতে অবশ্য কোনও বদল আনা হয়নি। পূর্ব নির্ধারিত ৬ জুলাইয়েই হবে এই পরীক্ষা।

চলতি মাসের ১৮ জুন নেওয়া হয়েছিল ইউজিসি-নেট পরীক্ষা। প্রশ্নফাঁস হওয়ায় একদিন পরেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু, আসন্ন প্রবেশিকা পরীক্ষা হবে পুরনো পদ্ধতিতেই। জানিয়েছে জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত বছর পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হত কম্পিউটারে। কম্পিউটারের পর্দায় প্রশ্ন আসত। সেখানেই চারটি উত্তরের মধ্যে একটি বেছে নিতে হত। এবারের পরীক্ষায় ওই পদ্ধতি বদলে ওএমআর শিটের ব্যবস্থা করা হয়েছিল। প্রশ্নফাঁসের জেরে সেই কম্পিউটারেই হবে পরীক্ষা।

   

প্রকাশিত মাধ্যমিক ২০২৫-এর রুটিন, জানুন কবে কোন বিষয়ের পরীক্ষা?

পরীক্ষার্থীদের বিস্তারিত জানতে জাতীয় টেস্টিং এজেন্সির তরফে www.nta.ac.in –এ নজর রাখতে বলা হয়েছে।

চলতি বছর জুনে প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু প্রশ্নফাঁসের খবর জানাজানি হতেই পরীক্ষা বাতিল করা হয়। তিনদিনের ব্যবধানে সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও স্থগিত করার কথা জানানো হয়েছিল। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বেনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথাও ঘোষণা করেছে কেন্দ্র।