NIELIT-র পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির সুযোগ, আবেদন করুন আজই

দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাহলে আপনার জন্য এবার হলো সুখবর। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সায়েন্টিস্ট এবং ডেপুটি ম্যানেজারসহ একাধিক শূন্য পদে নিয়োগ করতে চলেছে সংস্থা।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া হবে অনলাইনের মাধ্যমে। আগামী ১৩ই আগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া করা যাবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক এন্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সাইন্টিস্ট এবং ডেপুটি ম্যানেজারসহ অন্যান্য পদে মোট শূন্য পদ রয়েছে ৫৬টি। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং এর বিটেক ডিগ্রি থাকতে হবে।

   

পাশাপাশি থাকতে হবে পূর্বে কাজের অভিজ্ঞতা। তবে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কত এর মধ্যে হতে হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আবেদন করার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের দিতে হবে ৮০০ টাকা আবেদন ফি হিসেবে।

তবে জাতিগত শংসাপত্র থাকলে এবং মহিলাদের ক্ষেত্রে ৪০০ টাকা আবেদন ফি হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই সাথে আরো বলা হয়েছে লেভেল 7 পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের দিতে হবে ৬০০ টাকা। একই সাথে মহিলা এবং সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের জন্য দিতে হবে ৩০০ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন