নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড। আগ্রহ ও যোগ্য প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রার্থীরা আবেদন শুরু করে দিতে পারেন।
শূন্যপদঃ-
ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনি পদে মোট ১৬৪ টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে। তার মধ্যে রয়েছে-
১)ম্যানেজমেন্ট ট্রেইনি ( মেকানিকাল) ১৮ টি
২)ম্যানেজমেন্ট ট্রেইনি (ইলেকট্রিক্যাল) – ২১ টি
৩)ম্যানেজমেন্ট ট্রেইনি ( ইনস্ট্রুমেন্টেশন) ১৭ টি
৪)ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী ( রাসায়নিক) ৫৬ টি
৫)ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (কেমিক্যাল ল্যাব)-৯০ টি
৬)ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী ( সিভিল) ১২ টি
৭)ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী( তথ্য প্রযুক্তি) ০৫ টি
৮)ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী ( উপাদান) ১১ টি
৯)ম্যানেজমেন্ট ট্রেইনি ( ফায়ার অ্যান্ড সেফটি) ০৫ টি
১০)ম্যানেজমেন্ট ট্রেইনি (এইচআর) ০৬ টি
শিক্ষাগত যোগ্যতাঃ-
যে সকল প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা জানতে বিজ্ঞপ্তি দেখতে হবে।
বয়সঃ-
আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে৩০ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ-
এই নিয়োগের জন্য আবেদন করতে আগ্রহ প্রাথীদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট www.ncbc.nic.in ভিজিট করতে হবে। এরপর পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর লগইন করে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।এরপর অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
আবেদন মূল্যঃ-
সাধারণ( General)/ OBC/EWES/- প্রার্থীদের জন্য ৭০০ টাকা লাগবে। SC/ST/PWD- প্রার্থীদের আবেদন করতে কোনো টাকা লাগবে না।
নির্বাচন প্রক্রিয়াঃ-
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগের জন্য প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ তে পাশ করলে একটি ফাইনাল মেরিট লিস্ট বানানো হবে সেখানে আপনার নাম থাকলে চাকরির জন্য নির্বাচিত করা হবে।