আপনি কি দীর্ঘদিন ধরে ব্যাংকে চাকরির জন্য পড়াশোনা করছেন? তাহলে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India) নিয়ে এলো এক বিরাট সুখবর। ভারতের যে সমস্ত সরকারি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক। দেশের প্রতিটি কোণে কয়েক লক্ষ গ্রাহক রয়েছে এই ব্যাংকের।
মূলত দেশের মানুষের কাছে অত্যন্ত ভরসাযোগ্য স্থান হল এই ব্যাংক। তাই প্রায় প্রতিদিন এই ব্যাংকের গ্রাহক সংখ্যা বাড়তে থাকছে। আর একইভাবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক কিভাবে তার গ্রাহকদের উন্নত সেবা দেয় সেদিকে নজর দিয়েছে। আর এবার ভারতীয় স্টেট ব্যাঙ্ক নিয়ে এলো চাকরির সুযোগ।
সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাংক এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে মোট ১৯৪টি শুন্য পদে করা হবে নিয়োগ। নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ পরীক্ষা ছাড়া অর্থাৎ কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। তবে প্রার্থীদের যোগ্যতা নির্ণয় করা হবে ১০০ নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ৬ই জুলাই পর্যন্ত করা যাবে আবেদন।
এফএলসি ডিরেক্টর পদে রয়েছে 12টি শূন্য পদ এবং এফএলসি কাউন্সিলর পদে রয়েছে 182টি শূন্য পদ। আবেদন করার জন্য প্রথমে ভারতীয় স্টেট ব্যাংকের নিজস্ব ওয়েব সাইটে যেতে হবে তারপর প্রয়োজনীয় যাবতীয় নথি দিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন www.SBI.co.in এই লিংকে।