দ্বাদশ পাসেই দারুণ চাকরির সুযোগ ভারতীয় নৌবাহিনীতে

আপনিও যদি ভারতীয় নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে আপনার জন্য রইল সুখবর। ভারতীয় নৌবাহিনী চার বছরের বিটেক ডিগ্রি কোর্সের জন্য অবিবাহিত পুরুষ প্রার্থীদের কাছ…

Lots of recruits in the Indian Navy

আপনিও যদি ভারতীয় নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে আপনার জন্য রইল সুখবর। ভারতীয় নৌবাহিনী চার বছরের বিটেক ডিগ্রি কোর্সের জন্য অবিবাহিত পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। ক্যাডেট এন্ট্রি স্কিমের আওতায় এই নিয়োগ করা হচ্ছে।

আগামী ১৮ ই আগস্ট থেকে joinindiannavy.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নেভাল ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য আবেদন করতে হবে।

অনলাইন আবেদন শুরু- ১৮ আগস্ট ২০২২
অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৮ আগস্ট ২০২২

নেভাল ক্যাডেট এন্ট্রি স্কিম ২০২২-এর শূন্যপদের বিবরণ

এডুকেশন ব্রাঞ্চ- ৫টি
এক্সিকিউটিভ ও টেকনিক্যাল ব্রাঞ্চ- ৩১টি পদ
নেভাল ক্যাডেট এন্ট্রি স্কিম ২০২২-এর জন্য, প্রার্থীদের কমপক্ষে ৭০ শতাংশ নম্বর সহ দ্বাদশ (পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত) পাস করতে হবে। এছাড়াও, জেইই মেইন ২০২২ পরীক্ষায় অংশ নিতে হবে।

মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এসএসবি সাক্ষাত্কারে প্রাপ্ত নম্বর থেকে মেধা তৈরি করা হবে।