Job Opportunities: DVC তে চাকরির সুযোগ, মাসিক বেতন ৬৫ হাজার টাকার বেশি

Job Opportunities: এবার দামোদর ভ্যালি কর্পোরেশনে (DVC) চাকরির সুযোগ। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা নিয়ে এলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সম্প্রতি ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি…

job DVC

short-samachar

Job Opportunities: এবার দামোদর ভ্যালি কর্পোরেশনে (DVC) চাকরির সুযোগ। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা নিয়ে এলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সম্প্রতি ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা দশটি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সমস্ত স্টেশন কিংবা প্লান্টে নিযুক্ত করা হবে।

ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এই সমস্ত পদে নিযুক্ত হলে মাসিক বেতন দেওয়া হবে ৬৫ হাজার টাকার বেশি। তবে নিয়োগ করা হবে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে কিন্তু পরবর্তীকালে আরো দু’বছর মেয়াদ বাড়ানো যেতে পারে।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করার জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ করতে হবে। একই সাথে থাকতে হবে দু বছরের কাজের অভিজ্ঞতা। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজমে স্নাতকোত্তর কিংবা পিজি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে।

একই সাথে যেকোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত দুবছর পাবলিক রিলেশন অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগামী ২শরা জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।