যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর! নিয়োগ করছে কলকাতা মেট্রো (Kolkata Metro Vacancy)। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে। কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিজ্ঞপ্তি অনুসারে, মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের সিগন্যাল অ্যান্ড টেলিকম বিভাগের জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। এই কাজের জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারি দফতর থেকে অবসর গ্রহণ করেছেন এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এছাড়া সেই ব্যক্তির আগে সিগন্যাল অ্যান্ড টেলিকম বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যদি ওই ব্যক্তির কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং নিয়ে কাজের দক্ষতা থাকলে। বিশেষজ্ঞ অর্থাৎ এক্সপার্ট হিসাবে কাজ করতে হবে নিযুক্ত ব্যক্তিকে। (Kolkata Metro Vacancy)
এই চুক্তির মেয়াদ ৬ মাসের। অর্থাৎ মোট ৬ মাসের চুক্তিতে কাজ হবনে জেনারেল ম্যানেজার পদে। এরপর কাজের মানের উপর ভিত্তি করে কাজের মেয়াদ বৃদ্ধি পেতে পারে। নিযুক্ত ব্যক্তিকে সিগন্যাল অ্যান্ড টেলিকম কনস্ট্রাকশন এবং সিগন্যালিং সিস্টেম মেন্টেন্যান্স সংক্রান্ত কাজ করতে হবে (Kolkata Metro Vacancy)।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। যাদের বয়স ৬০ থেকে ৬৩, শুধু তারাই অবেদন করতে পারবেন এই পদের জন্য।
Kolkata Metro Vacancy: কীভাবে আবেদন করবে?
১। প্রথমে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে (www.kmrc.in) যেতে হবে।
২। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে।
৩। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে।
উল্লেখ্য, ২৩ শে আগস্টের মধ্যে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। এই শূন্যপদ সম্পর্কিত সমস্ত তথ্য এবং শর্তাবলি মেট্রো রেলওয়ের ওয়েবসাইটে দেখে নিতে পারেন।