এবার কলকাতা মেট্রো রেলে চাকরির সু্যোগ। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেড সহকারী পদের জন্য। নিয়োগ হবে পার্সোনেল অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) পদে, তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে। প্রার্থীদের কর্মক্ষমতা দেখে পরবর্তীকালে তাদের চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে।
Advertisements
নি্যুক্ত প্রার্থীদের মাসে ৫৩,১০০ টাকা থেকে ১,৬৭,৮০০ টাকা বেতন দেওয়া হবে। শূণ্যপদ ১। যারা আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সাদা কাগজে লিখবেন তাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র এবং অন্যান্য নথি।
Advertisements
এগুলোর সঙ্গে সেলফ অ্যাটেসটেড কপি পাঠাবেন এই ঠিকানায় – জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন), কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, কেএমআরসিএল ভবন, মুন্সি প্রেমচাঁদ সরণি, কলকাতা-700021। এই আবেদন পাঠাতে হবে ৩ জুনের আগে।
