KMRCL Recruitment: কলকাতা মেট্রো রেলে চলছে নিয়োগ! আবেদন করেছেন?

Kolkata Metro

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) সম্প্রতি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। KMRCLকেন্দ্রীয় সরকারী সংস্থা। KMRCL-এর অধীনে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রকল্পের জন্য নিয়োগ হচ্ছে।

এই নিয়োগের জন্য অফলাইনে আবেদন গ্রহণ হবে। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার / অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-এর পদে। ( ASSISTANT PERSONNEL OFFCER/ASSISTANT MANAGER) শূন্যপদ রয়েছে ১ টি।

   

আবেনকারী প্রার্থীদের রেলওয়েতে ১০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৪০ বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। বয়সের হিসাব ৩১/৩/২০৩ তারিখ অনুযায়ী হবে।
মাসিক বেতনের ক্ষেত্রে- পে লেভেল ৯ অনুযায়ী ৫৩,১০০-১,৬৭,৮০০ টাকা।

লেভেল ১০ অনুসারে ৫৬,১০০ – ১,৭৭, ৫০০। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

অফলাইনে আবেদন করার জন্যে একটি সাদা কাগজে নিজের বায়োডেটা এবং অভিজ্ঞতা সম্পর্কে লিখে, সঙ্গে নিজের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জুড়ে দিতে হবে। এরপর খামে ভরে সেটি পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়-

Managing Director, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021.

আবেদনের শেষ তারিখ – ৩ জুন ২০২৩ ১৮:৩০ এর আগে পাঠাতে হবে আবেদনপত্র।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন