সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করছে মাদ্রাস হাইকোর্ট, রইল আবেদন পদ্ধতি

যে কোনো ভারতীয় চাকরি প্রার্থীদের (Job Vacancy)  জন্য সুখবর। কারন টেকনিক্যাল ম্যানপাওয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাস হাইকোর্ট। তবে খুব শীঘ্রই এখানে আবেদন…

job vacancy

যে কোনো ভারতীয় চাকরি প্রার্থীদের (Job Vacancy)  জন্য সুখবর। কারন টেকনিক্যাল ম্যানপাওয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাস হাইকোর্ট। তবে খুব শীঘ্রই এখানে আবেদন শুরু হবে, তাই যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আগামী ১৮/০৭/২০২৪ তারিখ থেকে আবেদন করতে পারবেন।

যোগ্যতাঃ-
এখানে আবেদন করতে গেলে আবেদন কারীকে B.Sc, M.Sc, BCA, MCA, BE, ME, M.Tech উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমাঃ-
এখানে আবেদন করতে আবেদন কারীর বয়স হতে হবে ৩৫ বছরের নিম্নে।

পদঃ-
টেকনিক্যাল ম্যানপাওয়ার

শূন্যপদঃ-
২৯৮ টি

বেতনঃ-
১৫,০০০ টাকা

Advertisements

আবেদন পদ্ধতিঃ-
আবেদনকারীকে (Job Vacancy) প্রথমে মাদ্রাস হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে অনলাইনের মাধ্যমে নির্ভুল ভাবে ফর্ম ফিলাপ করতে হবে। এরপর নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট করতে হবে। তাহলেই হয়ে যাবে ফর্ম ফিলাপ।

আইটিতে চাকরির জোয়ার! ৪০০০০ ফ্রেশার্সকে চাকরি দিচ্ছে TCS

নিয়োগ পদ্ধতিঃ-
প্রাথমিক ইন্টারভিউ ও ফাইনাল ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে প্রার্থীদের।