চাকরি প্রার্থীদের (Job Vacancy) জন্য সুখবর। কারণ ভারতের অন্যতম প্রধান বিদ্যুৎ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) কর্মী নিয়োগ করতে চলেছে। আপনি যদি আগ্রহী হন তাহলে এখনই আবেদন করতে পারেন।আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ১৮/০৭/২০২৪ তারিখ থেকে। এই আবেদন প্রক্রিয়া বন্ধ হবে গআামী ০৭/০৮/২০২৪ তারিখে। এই সময়ের মধ্যে আবেদন করে দিতে হবে।
যোগ্যতাঃ-
এখানে আবেদন করতে প্রার্থীদের CA, CMA অথবা MBA in Finance ডিগ্রী থাকতে হবে অথবা ৬০% নম্বর সহ MBBS উত্তীর্ণ হতে হবে।
আবেদন পদ্ধতিঃ-
দামোদর ভ্যালি কর্পোরেশনে আবেদন করতে প্রার্থীকে প্রথমে DVC-র ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি নির্ভুল ভাবে পূরণ করে তার পর নিজের প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
পদঃ-
এখানে দুটি পদে নিয়োগ করা হবে যেমন এক্সিকিউটিভ ট্রেইনি ও মেডিক্যাল অফিসার সহকারি ব্যবস্থাপক।
শূন্যপদঃ-
২৯ টি।
বয়সঃ-
প্রার্থীদের বয়স ২৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা।
আবেদন মূল্যঃ-
এখানে আবেদন করতে সাধারণ (Genaral)/ OBC/ EWS- প্রার্থীদের জন্য ৩০০ টাকা লাগবে। তবে SC/ST/PwBD/ প্রাক্তন সৈনিক- প্রার্থীদের কোনো ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতিঃ-
কম্পিউটার ভিত্তিক পরিক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।