এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। জানা গিয়েছে, বিএসএফ হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল) এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র আহ্বান করেছে।
গত ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত কর্মসংস্থান পত্রিকায় এই নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে বিএসএফ। এছাড়া bsf.gov.in বিএসএফের ওয়েবসাইটেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হেড কনস্টেবল ও সাব ইন্সপেক্টর মিলিয়ে মোট ৩২৩টি শূন্যপদ রয়েছে। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার তথ্য এখনও দেওয়া হয়নি। বিএসএফ-এর নিয়োগের বিজ্ঞাপন অনুযায়ী, হেড কনস্টেবল ও এএসআই নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম ও সংখ্যাঃ
হেড কনস্টেবল – ৩১২ টি পদ
এএসআই – ১১টি পোস্ট
বিএসএফ হেড কনস্টেবল ও এএসআই-এর বেতন
হেড কনস্টেবল- লেভেল-৪ (২৫৫০০-৮১১০০/-)
এএসআই- লেভেল-৫ (২৯২০০-৯২৩০০/-)
BSF হেড কনস্টেবল এবং এএসআই পদের জন্য যোগ্যতা
– প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ পাস করতে হবে।
– প্রার্থীদের শর্টহ্যান্ড এবং শর্টহ্যান্ড / টাইপিং স্পিড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
– প্রার্থীদের শারীরিক ও মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
বয়সসীমা- ১৮ থেকে ২৫ বছর