Job Opportunities for Homeopathy Doctors:আপনি কি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে স্নাতক পাশ করেছেন! ভাবছেন কেন্দ্রীয় সরকারের চাকরি করবেন! তাহলে আপনার জন্য এলো বিরাট সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দিল্লিতে অবস্থিত ন্যাশনাল কমিশন পর হোমিওপ্যাথি হেড অফিসে যোগ্য প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে। তবে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট ইন্ডিয়া লিমিটেডের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত পদের জন্য শূন্য পদে রয়েছে মোট দশটি। আবেদিন প্রক্রিয়া চলবে সম্পূর্ণ অনলাইনে ভিত্তিতে। আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে www.becil.com এই সাইটে।
আগ্রহী প্রার্থীরা প্রথমে সংস্থা নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করবেন। তারপর সমস্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হবে ইন্টারভিউ এবং স্কিল টেস্ট এর মাধ্যমে। তবে কতদিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে সেই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।