Indian Railway: ভারতীয় রেলে প্রচুর চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ৭ জুলাই

বর্তমানে আমাদের দেশে যে সমস্ত সরকারি পরিবহন সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতীয় রেল (Indian Railway)। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় রেল দেশের সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।

Indian Railways Job

বর্তমানে আমাদের দেশে যে সমস্ত সরকারি পরিবহন সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতীয় রেল (Indian Railway)। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় রেল দেশের সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। যদিও পথ চলা শুরু হয়েছিল ইংরেজদের হাত ধরে।

তৎকালীন ইংরেজ সরকার নিজেদের স্বার্থে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য ভারতে চালু করেছিল রেলপথ। তবে বর্তমানে এই রেলপথ পুরোপুরি ভাবে ভারতে নিজস্ব সম্পত্তি। প্রায় প্রত্যেক বছরই ভারতীয় রেলের বিভিন্ন শাখা কয়েক হাজার নিয়োগ করে। সম্প্রতি ঠিক সেরকমই নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এলো ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল শাখা।

একই সাথে দেশের তরুণ প্রজন্ম মুখিয়ে থাকে রেলের চাকরির জন্য আর এবার তাদের জন্য এলো বিরাট সুখবর। দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েল্ডার পদে ২২জন, কার্পেন্টার পদে ৪০জন, ফিটার পদে ৯১জন, ইংরেজি ভাষায় স্টেনোগ্রাফার পদে ২০জন, প্লাম্বার পদে ২২জন, হিন্দি ভাষা স্টেনোগ্রাফার পদে ১০জন, প্রিন্টার পদে ৪২জন, ওয়ারম্যান পদে ৪০জন প্রার্থী নিয়োগ করা হবে।

তাছাড়া শূন্য পদ রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর কেবল জয়েন্টার সেক্রেটারিয়াল প্র্যাকটিস টেকনিশিয়ান পদে একাধিক শূন্য পদ। ভারতীয় রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৭ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন প্রক্রিয়া হবে পুরোপুরি অনলাইনে ভিত্তিতে। আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হওয়া জরুরি। সংশ্লিষ্ট পদে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তবে জাতিগত ভিত্তিতে বয়সে কিছুটা ছাড় মিলবে।