Job News: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এল কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের (Union Ministry of Steel) অধীনস্থ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ার। তবে নিয়োগ করা হবে ২০২২ এর গেট পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলেকট্রিক্যাল, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদে রয়েছে ৪২টি। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। তবে জাতিগত শংসাপত্র থাকলে বয়সে কিছুটা ছাড় মিলবে।
ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে আগামী ১৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা। তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের কোন টাকা দিতে হবে না। নিয়োগ প্রক্রিয়া হবে ২০২২ এর গেট পরীক্ষায় প্রাপ্ত সংশ্লিষ্ট নম্বর এবং গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ প্রাপ্ত নাম্বারের মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথমে প্রার্থীদের নিয়োগ করা হবে শিক্ষানবিশ পদে। সেই সময় প্রার্থীদের বেতন দেয়া হবে মাসিক প্রায় ৫০ হাজার টাকা। তাছাড়া মিলবে মহার্ঘ ভাতা। একই সাথে আরো বলা হয়েছে এক বছর পর প্রশিক্ষণ শেষ করতে পারলে মাসিক বেতন দেয়া হবে ৬০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত।