Job News:আপনি কি সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চান! দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান! তাহলে ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP) আপনার জন্য নিয়ে এলো সুখবর। সম্প্রতি ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপির পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিকে বলা হয়েছে কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় এই সশস্ত্র সীমা সুরক্ষা বাহিনী।
আইটিবিপির বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদ রয়েছে ৮১টি। আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনের মাধ্যমে, আগামী জুলাই পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়া যাবে। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং সমাজে যারা সংরক্ষিত জাতি বলে চিহ্নিত তারা বয়সে বেশ কিছুটা ছাড় পাবেন।
আবেদন করার জন্য প্রার্থীদের থাকতে হবে আইটিআই ট্রেনিং একই সাথে দ্বাদশ শ্রেণীতে অংক পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে উত্তীর্ণ হতে হবে। মূলত শারীরিক মামজোক এবং দক্ষতায় ভিত্তিতে নিয়োগ করা হবে। তাছাড়া না হবে লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল টেস্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীর উচ্চতা থেকে শুরু করে অর্জুন এবং শারীরিক ও মানসিকভাবে প্রার্থী কতটা প্রস্তুত সেটি ভালোভাবে যাচাই করে দেখা হবে।
নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের পরে প্রার্থীদের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত। তাছাড়া দেওয়া হবে যাতায়াত খরচ চিকিৎসা খরচ রেশন খরচ এবং বিভিন্ন ধরনের ভাতা।