Job News: প্রচুর অধ্যাপক পদে নিয়োগ করছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি

Job News: বর্তমানে আমাদের দেশে যে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হল, উত্তরপ্রদেশে অবস্থিত বেনারস হিন্দু ইউনিভার্সিটি (Banaras Hindu University)।

Banaras Hindu University campus

Job News: বর্তমানে আমাদের দেশে যে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হল, উত্তরপ্রদেশে অবস্থিত বেনারস হিন্দু ইউনিভার্সিটি (Banaras Hindu University)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পড়ুয়া প্রত্যেক বছর এই বিশ্ববিদ্যালয় পড়ার জন্য আবেদন করে থাকেন। যদিও তার মধ্যে খুব কম অসংখ্য পড়ুয়াই এখানে পড়ার সুযোগ পান।

তবে এবার আর পড়ুয়া নিয়োগের বিজ্ঞপ্তি নয় সম্প্রতি বেনারস হিন্দু ইউনিভার্সিটি অর্থাৎ বিএইচইউ নিয়ে এল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পদে মোট ৩০৭ জন প্রার্থী নিয়োগ করা হবে। তবে কোন কোন বিষয়ে নিয়োগ করা হবে সে কথা এখনো পর্যন্ত জানা যায়নি। বেনারস হিন্দি ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি অনুযায়ী সহযোগী অধ্যাপক পদের শূন্য পদ রয়েছে ১৩৩টি।

একই সাথে সরকারি অধ্যাপক পদে রয়েছে ৮৯টি এবং অধ্যাপক পদে রয়েছে ৮৫টি শূন্য পদ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। আগামী ৩১ শে জুলাই পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের বেনারস হিন্দু ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সফল হলে যাওয়া হবে আবেদন ফি। অসংরক্ষিত প্রার্থীদের জন্য এই আবেদন ফি ধার্য করা হয়েছে হাজার টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।