Job News: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বেঙ্গল কেমিক্যাল (Bengal Chemicals) এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি তো বলা হয়েছে বেঙ্গল কেমিক্যালসে কোম্পানি সেক্রেটারি পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। কলকাতায় অবস্থিত বেঙ্গল কেমিক্যালস বহু পুরনো ঐতিহ্যমন্ডিত একটি ফার্মাসিটিক্যাল কোম্পানি। তাই এই সমস্যায় চাকরি করা অনেকেরই স্বপ্ন থাকে।
আর এবার সেই স্বপ্ন পূরণ করার সুযোগ দিচ্ছে বেঙ্গল কেমিক্যাল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন করা যাবে আগামী ১৫ই জুলাই পর্যন্ত। তবে আবেদন করতে হবে অফলাইনের ভিত্তিতে। আবেদন করার জন্য প্রার্থীকে বেঙ্গল কেমিক্যালসের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। তারপর সেটিকে পাঠিয়ে দিতে হবে বেঙ্গল কেমিক্যালস এর কলকাতার অফিসে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোম্পানি সেক্রেটারি পদে নিযুক্ত প্রার্থীদের বেতন দেয়া হবে মাসিক ৫০ হাজার টাকা। সংশ্লিষ্ট পথে আবেদন করার জন্য প্রার্থীদের থাকতে হবে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়ার শংসাপত্র। একই সাথে সরকার স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
তাছাড়া আরো বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স তবে ৪৫ বছরের মধ্যে। তাছাড়া সরকার স্বীকৃত কিংবা বেসরকারি যে কোন প্রতিষ্ঠানে সেক্রেটারি পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। তবে মোট শূন্য পদ কতগুলি রয়েছে সেটি এখনো জানানো হয়নি সংসার পক্ষ থেকে।