JU Recruitment: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের পদে নিয়োগ

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে )সহকারী অধ্যাপকের পদে নিয়োগ করা হবে। শূন্যপদগুলি স্থাপত্য বিভাগের (Department of Architecture) অধীনে নিয়োগে করা…

JU Recruitment: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের পদে নিয়োগ

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে )সহকারী অধ্যাপকের পদে নিয়োগ করা হবে। শূন্যপদগুলি স্থাপত্য বিভাগের (Department of Architecture) অধীনে নিয়োগে করা হবে।

short-samachar

   

২ টি শূন্যপদ রয়েছে সহকারী অধ্যাপক (আর্কিটেক্ট) পদের জন্য। কী কী শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে আবেদনকারীদের? বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আরবান ডিজাইনে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি, একটি বৈধ কাউন্সিল অফ আর্কিটেকচার রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য UGC নির্দেশিকা থাকতে হবে। বয়স সীমার ক্ষেত্রে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তা নির্ধারণ করা হবে। সেই বিষয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জানা যাবে। সাক্ষাৎকারের দিন প্রাসঙ্গিক G.O. অনুযায়ী বেতন কাঠামোর সিদ্ধান্ত নেওয়া হবে।JU Recruitment: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের পদে নিয়োগ

কীভাবে প্রার্থী বাছাই হবে? প্রক্রিয়া কী? বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে প্রার্থী বাছাই হবে সাক্ষাৎকারের মাধ্যমে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত সমস্ত তথ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।

আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, জাত, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র ও অন্য প্রাসঙ্গিক নথির সহ প্রশংসাপত্রের সেলফ অ্য়াটাস্টেড কপি নিয়ে নির্ধারিত আবেদন ফরম্যাটে অ্যাপ্লাই করতে পারবেন।

আবেদনকরতে হবে এই ঠিকানায় – ‘রেজিস্ট্রার, যাদবপুর বিশ্ববিদ্যালয়, অরবিন্দ ভবন, 188, রাজা এস.সি. মল্লিক রোড, যাদবপুর, কলকাতা – 700 032। আগামী ১১ অগাস্টের মধ্য়ে এই আবেদনপত্র পাঠানো যাবে।