Science of Well-Being: চলতি বছরে উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে থাকছে ‘সায়েন্স অফ ওয়েলবিয়িং’

চলতি বছর থেকে একাদশ-দ্বাদশে নতুন সিলেবাস চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানেই ‘সায়েন্স অফ ওয়েলবিয়িং’ (Science of Well-Being) নামের সম্পূর্ণ একটি নতুন বিষয়…

science of well-being india student

চলতি বছর থেকে একাদশ-দ্বাদশে নতুন সিলেবাস চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানেই ‘সায়েন্স অফ ওয়েলবিয়িং’ (Science of Well-Being) নামের সম্পূর্ণ একটি নতুন বিষয় চালু করবে বোর্ড। সূত্রের খবর, এর সিলেবাসে থাকবে পরিবেশ বিজ্ঞান, ভূগোল, মনোবিদ্যা, জীববিদ্যা ও কৃত্রিম মেধা। তবে এই বিষয়টি কলা, বিজ্ঞান ও বাণিজ্য – যে কোনও শাখার ছাত্র-ছাত্রীরা শিখতে পারবে বলে জানায় শিক্ষামহল।

সম্পূর্ণ এই নতুন বিষয়টি সকলের কাছেই অজানা তাই ধরনের এই বিষয় নিয়ে মুখ খুললেন সংসদ সচিব প্রিয়দর্শনী মল্লিক। তিনি জানান, ‘এই বিষয়টি নিয়ে যেকেউ পড়াশোনা করতে পারবে। এতে মনোবিদ্যা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (AI) মতো একাধিক আধুনিক ক্ষেত্রকে ধরার চেষ্টা করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা যাতে ভালো নম্বর পায়, সেকথা চিন্তা করে তৈরি করা হয়েছে এই পাঠ্যক্রমে।’

পাশাপাশি বোর্ডের এক শীর্ষ কর্তা বলেন, ‘বর্তমান সমাজ ব্যবস্থায় সমস্ত বিষয়ে একটা ধারণা বা জ্ঞান থাকা প্রয়োজন। সেই জায়গা থেকেই এই পাঠ্যক্রমের রূপরেখা ঠিক করা হয়েছে। এই বিষয়টি নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে নানাবিধ জটিল সমস্যার সময় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।’

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক স্তরে নতুন বিষয় চালু করাকে কেন্দ্র করে উঠেছে নানান প্রশ্নও। প্রথমত এই নুতন বিষয় ‘সায়েন্স অফ ওয়েলবিয়িং’ কে বা কারা পড়াবেন, তা নিয়ে ছিল সংশয়। তবে সেই সংশয় দূর করতে সংসদ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে স্কুলে যে শিক্ষকরা রয়েছেন, তাঁরাই এই নতুন বিষয়ের পাঠদান করবেন। তাঁদের প্রশিক্ষণের জন্য স্কুলে স্কুলে নতুনভাবে কর্মশালা গড়ে তুলবে বোর্ড। সেখানেই যাবতীয় সমস্যা মিটে যাবে বলে সংসদের তরফে মিলেছে আশ্বাস। এখন শুধুমাত্র চলতি বছরে নতুন পাঠক্রম শুরু হওয়ার অপেক্ষায় শিক্ষকমহল।