HomeEducation-CareerIndian Railways: মাধ্যমিক পাশেই রেলে চাকরির বিরাট সুযোগ, আবেদন করুন আজই

Indian Railways: মাধ্যমিক পাশেই রেলে চাকরির বিরাট সুযোগ, আবেদন করুন আজই

- Advertisement -

সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর, এবার ভারতীয় রেলের পক্ষ থেকে নিয়ে আসা হলো নিয়োগের বিজ্ঞপ্তি। সম্প্রতি ভারতীয় রেলের উত্তর পূর্ব শাখার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১০৪টি শূন্য পদ রয়েছে। নিয়োগ করা যাবে অ্যাপ্রেন্টিস হিসাবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২শরা আগস্ট পর্যন্ত করা যাবে আবেদন।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৪ বছরের মধ্যে। তবে তবে জাতিগত শংসাপত্র থাকলে বয়সে কিছুটা ছাড় মিলবে। একই সাথে আরও বলা হয়েছে, আবেদন করার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জমা দিতে হবে ১০০ টাকা। তবে আর্থিক ভাবে পিছিয়ে পড়া এবং মহিলা ও জনজাতি উপজাতির প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

   

উত্তর পূর্ব রেলের গোরক্ষপুর ডিভিশনের অধীনে করা হবে নিয়োগ। আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে উত্তর পূর্ব রেলের নিজস্ব ওয়েবসাইটে। তারপর নিজের নাম নথিভুক্ত করে আবেদন পত্র জমা দিতে হবে। নিয়োগ করা হবে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সিগন্যাল ওয়ার্কশপে শূন্য পদ রয়েছে মোট ৬৩টি। একই সাথে ব্রিজ ওয়ার্কশপে ৩৫টি, মেকানিকাল ওয়ার্কশপে ৪১১টি, ডিজেল ওয়ার্কশপে রয়েছে মতো ৯০টি শূন্য পদ। অন্যদিকে আরও বলা হয়েছে, ওয়াগেন ওয়ার্কশপ বারাণসীতে রয়েছে মোট ৭৫টি শূন্য পদ।তাছাড়া আরও একাধিক শাখায় নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular