একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল, জানুন বিস্তারিত

নিউজ ডেস্ক: ইস্ট কোস্ট গার্ড রেলওয়ে নিয়োগ করতে চলেছে একাধিক কর্মী। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ হলে আপনিও পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসিস্ট পদের জন্য শূন্যপদ রয়েছে ২টি, হসপিটাল অ্যাটেনডেন্স এবং হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ ৪টি করে। নার্সিং অধিক্ষকের জন্য শূন্যপদ ২ টি।

 

   

এই পদগুলির জন্য আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, হসপিটাল অ্যাটেনডেন্স এবং হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে আবেদনকারীর নূন্যতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। ফার্মাসিস্ট পদে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি ফার্মাসিস্ট ডিপ্লোমা বাধ্যতামূলক। নার্সিং অধিক্ষক পদের জন্য নার্সিং ডিগ্রি থাকলে তবেই আবেদন করা যাবে।

 

আবেদনের শেষ তারিখ চলতি বছরের ৩১ ডিসেম্বর। এছাড়া, eastcostrailway.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য জানা যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন