স্কুল পাশ করেই সরকারি চাকরি, পুজোর প্রাক্কালে বড় সুযোগ ভারতীয় রেলের

আজও বেশিরভাগ ভারতীয়দের কাছে রেলের চাকরি পাওয়াটা অনেকটা ঠিক স্বপ্নপূরণের মতো। আর সেই রেলের চাকরি পাওয়ার জন্য অনেকেই বছরের পর বছর ধরে চেষ্টা চালান। কিন্তু…

Right after finishing school, there’s a great opportunity for a government job with Indian Railways before the Puja.

আজও বেশিরভাগ ভারতীয়দের কাছে রেলের চাকরি পাওয়াটা অনেকটা ঠিক স্বপ্নপূরণের মতো। আর সেই রেলের চাকরি পাওয়ার জন্য অনেকেই বছরের পর বছর ধরে চেষ্টা চালান। কিন্তু এবার দুর্গাপুজোর আগে ভারতীয়দের খুশির খবর শোনাল ভারতীয় রেল। জানা যাচ্ছে, পুজোর মধ্যেই দু-ধরণের পদের জন্য ফের নিয়োগ হতে চলেছে। কোন কোন পদের জন্য নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railway Recruitment)? 

দূরপাল্লার ট্রেন মিস হলে, আপনি কি সেই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন? জানুন নতুন নিয়ম

   

নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় রেল জানিয়েছে, গ্র্যাজুয়েট ও উচ্চ মাধ্যমিক পাশ এই দুই পদের জন্য শুরু হতে চলেছে আবেদন নেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যেই সিইএন নম্বর ০৫/২০২৪(CEN No. 05/2024) ও সিইএন নম্বর ০৬/২০২৪(CEN No. 06/2024)জন্য আবেদন করার দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই আসি সিইএন নম্বর ০৫/২০২৪(CEN No. 05/2024)-এর বিজ্ঞপ্তির কথায়।

পুজোর আগে নিম্নচাপ, মৎসজীবীদের সমুদ্রে যেতে জারি নিষেধাজ্ঞা

এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২০২৫সালের ১জানুয়ারি অনুযায়ী ১৮-৩৩বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। এই পদের জন্য কীভাবে নির্বাচন করা হবে? এর জন্য দুটি ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। যদি দরকার পড়ে তাহলে টাইপিং স্কিল টেস্টও হতে পারে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট হবে।

প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপেও কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। আর এই ধাপে শূন্যপদের প্রায় ১৫গুন আবেদনকারীর পরীক্ষা নেওয়া হবে। কারা এই পদে আবেদন করতে পারবেন? এই পদে আবেদনের জন্য আবেদনকারীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল্য ডিগ্রি। এই পরীক্ষায় বসতে হলে আবেদনকারীকে ৫০০টাকা আবেদন ফি জমা দিতে হবে।

CPI(ML): মাওবাদীদের ডেরা বাংলা, ১১ জায়গায় এনআইয়ের হানায় ধৃত ৬

এছাড়া বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের আবেদন ফি দিতে হবে ২৫০টাকা। কিন্তু পরীক্ষায় উপস্থিত হলে ৫০০ ও ২৫০টাকা ফেরত পাওয়া যাবে। এই পদের জন্য মোট ৩হাজার ৪৪৫টি শূন্যপদ রয়েছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে রয়েছে ২০২২জন, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ৩৬১জন, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ৯৯০জন ও ট্রেন ক্লার্কের পদে ৭২জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই শূণ্যপদে আবেদনের শেষ তারিখ ২০অক্টোবর। আর দ্বিতীয় পদটি হল সিইএন নম্বর ০৬/২০২৪(CEN No. 06/2024)। এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা হতে হবে ২০২৫সালের ১জানুয়ারি অনুযায়ী ১৮-৩৬বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। আগের মতন এটাতেও প্রথম দুই ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড পরীক্ষা বা টাইপিং স্কিল টেস্টের মধ্যে যেটা প্রয়োজন সেটাই নেওয়া হবে।

চার্জার দিয়ে শ্বাস রোধ করে হত্যা ! উত্তরপ্রদেশে ডেলিভারি বয় মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট হবে। এর দ্বিতীয় ধাপে কম্পিউটার বেসড পরীক্ষার জন্য শূন্যপদের প্রায় ১৫গুন আবেদনকারী পরীক্ষা দেবে। এই পদে আবেদনের আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কোনও বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা সমতুল ডিগ্রি। এই পদেও আবেদন ফি ঠিক আগের পদের মতো একই। এই পদে মোট ৮হাজার ১১৩টি শূন্যপদ রয়েছে।

চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে ১৭৩৬জন, স্টেশন মাস্টার পদে ৯৯৪জন, গুডস ট্রেন ম্যানেজার পদে ৩১৪৪জন, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে ১৫০৭জন, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৭৩২জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের শেষ তারিখ ১৩অক্টোবর।