Rail Job: ভারতীয় রেলে আধিকারিক পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

ভারতের ব্যস্ততম পরিবহন সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ভারতীয় রেল যারা দীর্ঘ কয়েক দশক ধরে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। প্রতিদিনই প্রায় কয়েক লক্ষ মানুষ…

indian-railways

ভারতের ব্যস্ততম পরিবহন সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ভারতীয় রেল যারা দীর্ঘ কয়েক দশক ধরে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। প্রতিদিনই প্রায় কয়েক লক্ষ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন ভারতীয় রেলের মাধ্যমে।

অন্যদিকে ভারতীয়দের যে সমস্ত সংস্থা চাকরির সুযোগ দেয় তার মধ্যে অন্যতম প্রধান সংস্থা হল ভারতীয় রেল। প্রায় প্রত্যেক বছরই কয়েক লক্ষ নতুন নিয়োগ করে থাকে ভারতীয় রেল। আর এবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল।

   

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের জন্য করা হবে নিয়োগ। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ন্যূনতম স্নাতক ডিগ্রী থাকলে করা যাবে আবেদন। পাশাপাশি, যদি ভারতীয় রেলে দীর্ঘদিন ধরে কোন আধিকারিক পদে কাজ করেন প্রার্থীরা তাহলেও করা যাবে আবেদন। গত ১লা জুন থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া চলবে ২০শে জুন পর্যন্ত।

Advertisements

তবে আবেদন করার জন্য ফিন্যান্স, বাজেট অথবা অ্যাকাউন্টস বিভাগে অন্তত ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আবেদন করার জন্য নূন্যতম বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। অর্থাৎ বয়সের দিক দিয়েও বিপুল ছাড় দিয়েছে সংস্থা। তবে নিয়োগ করা হবে শুধুমাত্র ৫ বছরের জন্য চুক্তির ভিত্তিতে। বিস্তারিত জানতে ক্লিক করুন usd@rb.railnet.gov.in এই লিঙ্কে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News