B.Tech উত্তীর্ণদের নৌসেনা অফিসার হওয়ার সুযোগ, 29 সেপ্টেম্বরের আগে আবেদন করুন

Indian Navy Recruitment: ভারতীয় নৌসেনাতে শর্ট সার্ভিস কমিশন অফিসার (এসএসসি) নিয়োগ করা হবে (SSC Officer)। এই পদে 250টি শূন্যপদ রয়েছে। BE/B.Tech পাস করা ব্যক্তিরা নৌসেনা…

Indian Navy

Indian Navy Recruitment: ভারতীয় নৌসেনাতে শর্ট সার্ভিস কমিশন অফিসার (এসএসসি) নিয়োগ করা হবে (SSC Officer)। এই পদে 250টি শূন্যপদ রয়েছে। BE/B.Tech পাস করা ব্যক্তিরা নৌসেনা অফিসার নিয়োগের জন্য আবেদন করতে পারেন। শর্ট সার্ভিস কমিশনের কোর্স 2025 সালের জানুয়ারী থেকে কেরলের নেভাল একাডেমি ইজিমালায় শুরু হবে। নৌসেনায় এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২৯শে সেপ্টেম্বর। অফিসিয়াল ওয়েবসাইট https://www.joinindiannavy.gov.in/ এ গিয়ে আবেদন করতে হবে।

নৌসেনার শর্ট সার্ভিস কমিশন অফিসার (এসএসসি) পদে অবিবাহিত নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। BE/B.Tech-এ কমপক্ষে 60% নম্বর বা তার সমতুল্য CGPA নম্বর থাকতে হবে।

   

Indian Navy Recruitment 2024 : শূন্যতার বিবরণ

সাধারণ পরিষেবা {GS(X)/হাইড্রো ক্যাডার}- 56
পাইলট/নৌ এয়ার অপারেশন অফিসার (এয়ার ক্রু/এয়ার ট্রাফিক কন্ট্রোলার)-65
লজিস্টিকস- 20
নেভাল আর্মামেন্ট ইন্সপেক্টর ক্যাডার- ১৬
শিক্ষা-15
প্রকৌশল শাখা (সাধারণ সেবা)-36
বৈদ্যুতিক (সাধারণ পরিষেবা) শাখা- 42

Indian Navy Recruitment 2024 : শিক্ষাগত যোগ্যতা

সাধারণ পরিষেবা {GS(X)/ Hydro Cadre}- BE/B.Tech যেকোনো বিষয়ে 60% নম্বর সহ।

পাইলট/নেভাল এয়ার অপারেশন অফিসার (এয়ার ক্রু/এয়ার ট্রাফিক কন্ট্রোলার) – 60% নম্বর সহ BE/B.Tech থাকতে হবে। এছাড়াও দশম ও দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

লজিস্টিকস- BE/B.Tech পাশ প্রথম বিভাগ এবং প্রথম বিভাগ MBA বা B.Sc/B.Com/B.Sc IT সঙ্গে PG ডিপ্লোমা ইন ফিনান্স/লজিস্টিকস/সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা MCA/MSc আইটি প্রথম বিভাগ।