Job: IIT-তে মোটা অঙ্কের চাকরি পাবেন আপনিও! আবেদন করুন আজই

IIT-kharagpur

লকডাউনের সময় থেকেই বহু কোম্পানি কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। শুধু ছোটখাটো সংস্থাগুলি নয়, চাকরি গিয়েছে বহু বড় কোম্পানির কর্মীদেরও। এই অবস্থায় আপনিও যদি চাকরি নিয়ে চিন্তায় থাকেন, তাহলে আপনার জন্য থাকছে এক সুখবর। সরকারী চাকরির সুযোগ দিচ্ছে খড়গপুর IIT।

জানা গিয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে কর্মী নিয়োগ করছে IIT খড়গপুর।আবেদন করতে হবে অনলাইনে IIT খড়গপুর এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ মার্চ, ২০২২ এর মধ্যে।

   

যে কোনও শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশানে জ্ঞান থাকতে হবে। প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপিং এ দক্ষতা থাকা দরকার। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদ ৪০ টি। বেতনক্রম ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

আবেদন করতে হবে IIT খড়গপুর এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ মার্চ, ২০২২ এর মধ্যে। আবেদন ফি ২৫০ টাকা। (এস সি / এস টি / মহিলা / প্রতিবন্ধী দের কোনও ফি জমা করতে হবে না)।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে http://www.iitkgp.ac.in/ 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন