Sunday, December 7, 2025
HomeEducation-CareerICICI Bank-এ চাকরির বড় সুযোগ, উচ্চমাধ্যমিক পাশেই মিলবে চাকরি

ICICI Bank-এ চাকরির বড় সুযোগ, উচ্চমাধ্যমিক পাশেই মিলবে চাকরি

Check out this ICICI Bank job opportunity advertisement, featuring a professional-looking person holding a resume and standing in front of a desk. ICICI Bank offers great job opportunities for candidates who have completed their high school education. Apply now to start your career in the banking sector!

- Advertisement -

ICICI Bank: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করতে চলেছে দেশের বড় বেসরকারি ব্যাংক। শুধু মাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই করতে পারবেন আবেদন। রাজ্যের প্রতিটি জেলায় করা যাবে আবেদন। বর্তমানে ব্যাঙ্কে চাকরি করার ইচ্ছে থাকে অনেক তরুণ তরুণীদের মধ্যে।

Advertisements

তাই ব্যাঙ্ককে জীবনের মূল লক্ষ্য করেই এগিয়ে যান সকলে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া শুধু মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি নিয়োগ করা হবে ব্যাঙ্কে। বর্তমানে দেশের সমস্ত বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সেরা হলো আইসিআইসিআই ব্যাঙ্ক, এবার তারাই প্রকাশ্যে নিয়ে এলো নিয়োগের বিজ্ঞপ্তি শুধু মাত্র এই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য।

   

তাহলে জেনে নেওয়া যাক আবেদন করার জন্য ঠিক কি করতে হবে। প্রথমেই যেতে হবে আইসিআইসিআই ব্যাঙ্কের ওয়েব সাইটে। তারপরে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে যাবতীয় তথ্য দিয়ে পুরনো করতে হবে আবেদন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথমে মাসিক বেতন হিসাবে দেওয়া হবে ১৫,৭০০ টাকা থেকে শুরু করে ২৬,৩০০ টাকা।

ব্যাঙ্কে কাস্টমার সার্ভিস অফিসার, ব্যাক অফিস এক্সিকিউটিভ, লোন বিভাগ, ফোন ব্যাঙ্কিং, ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার এবং সিনিয়র সেলস অফিসার ছাড়াও আরও বেশ কিছু পদে নিয়োগ করবে ব্যাঙ্ক। প্রতিটি পদেই আবেদন করার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ বাধ্যতামূলক। এই সমস্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে ৩০ বছর।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular